ঢাকা | রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

ট্রলারে চড়ে ১০০ টাকায় ঘুরে আসুন মিনি কক্সবাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৩ ২২:৩৮

ভ্রমণ চিত্র

চাঁদপুরে পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীকে ঘিরে বড়স্টেশন মোলহেড। আর এই তিন নদীর মোহনা বা মোলহেড থেকে মাত্র ১০০ টাকায় যাওয়া যায় মিনি কক্সবাজার খ্যাত পদ্মার বালু চরে।

চাঁদপুর জেলা শহরের প্রায় দেড় কিলোমিটার পশ্চিমে পদ্মা ও মেঘনা নদীর বুকে জেগে ওঠা চরকে ঘিরে দর্শনার্থীদের আকৃষ্ট করে তোলে।

পদ্মার চরের চারপাশে জলবেষ্টিত হওয়ায় তার নামকরণ করা হয় মিনি কক্সবাজার। নভেম্বর-ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন স্থান দর্শনার্থীরা এই স্থানে ঘুরতে আসেন। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না থাকায় দর্শনার্থীনাদের সরগরম নেই তিন নদীর মোহনা ও পদ্মার বালু চরে।

বড়স্টেশন মোলহেডে গিয়ে দেখা যায়, সারি সারি স্টিলবডি ট্রলারের মাঝি যাত্রী অপেক্ষায় বসে আছে। প্রতিটি ট্রালে ৬-৭ জন হলেই পদ্মার চরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। দর্শানার্থী কম থাকায় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে মাঝিদের।

মোহনা স্টিল বোট সমিতির সদস্য মো. বাকির হোসেন জানান, গত মাস থেকে বড়স্টেশন মোলহেডে মানুষ কম আসছে। মোলহেডে মানুষ আসলে মিনি কক্সবাজারে ট্রালে করে যেতে চায়। তবে এখন যাত্রী খুব কম।

 

 

 

 

 

 

 

 

 




আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by DATA Envelope
Top