1003

04/19/2025 ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ

৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারী ২০২৪ ১৬:১৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে। এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়।
রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে তথ্য জানান তিনি। এসময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে ৭ ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com