1046

04/18/2025 ৭ জানুয়ারি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে: গয়েশ্বর

৭ জানুয়ারি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারী ২০২৪ ০৩:১০

৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের সচেতন নেতাকর্মীরাও ভোটবর্জন করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, ‘সমস্ত পর্যবেক্ষণ মিলিয়ে দেখা যায় ভোটের আগের দিন ভোট প্রতিহত নয়; বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে ভোটবর্জনের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশের ৯০ শতাংশ ভোটার সেদিন ভোট দিতে যাননি। হিসাব করে দেখা যায়, আওয়ামী লীগের সচেতন ভোটাররাও ভোট কেন্দ্রে যাননি। অর্থাৎ দেশের ৯০ ভাগ জনগণের নেতা এখন তারেক রহমান। পক্ষান্তরে ১০ ভাগ মানুষের নেতা শেখ হাসিনা।’

সাবেক রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তমের ৮৯তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকালে নয়াপল্টনে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে গয়েশ্বর চন্দ্র রায় এ মন্তব্য করেন।
এতে অংশ নেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা নাজিম উদ্দিন মাস্টার, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু প্রমুখ।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ জানুয়ারি নিজেরা নিজেরা নির্বাচন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ একাদশ জাতীয় সংসদ বহাল রেখে দ্বাদশ জাতীয় সংসদের এমপিরা শপথ নিয়েছে। এখন দেশে শপথবদ্ধ ৬৪৮ জন এমপি রয়েছে। এটি সংবিধানের লঙ্ঘন। বাংলাদেশের ইতিহাসে নেই এতো তাড়াহুড়া করে কেউ শপথ নেয়।

 

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com