1048

04/18/2025 উত্তেজনা কমাতে একমত পাকিস্তান ও ইরান

উত্তেজনা কমাতে একমত পাকিস্তান ও ইরান

ইন্টারন্যাশনাল ডেস্ক

২০ জানুয়ারী ২০২৪ ০৩:৪৬

হামলা ও পাল্টা হামলার কারণে দুই প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সেটি কমাতে একমত হয়েছে তারা। শুক্রবার (১৯ জানুয়ারি) এক ফোনকলে আলোচনার পর তারা এই ঐক্যমত পোষণ করে।

পাকিস্তানভিত্তিক গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আব্দুল্লাহিয়ানের সাথে চলমান সঙ্কট নিয়ে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি। এ সময় তারা চলমান সঙ্কট কাটিয়ে ওঠার ব্যাপারে একমত হয়েছেন। একইসাথে যাবতীয় ক্ষেত্রে একত্রে কাজ করার সম্মতি প্রদান করেন। এ সময় উভয়ই জাতীয় নিরাপত্তার বিষয়ে পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।

এদিকে, পাকিস্তান ও ইরানের মাঝে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে চীন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, চীন আন্তরিকভাবে কামনা করে যে উভয় পক্ষ সংযম অবলম্বন করবে এবং উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলবে। তবে উভয় পক্ষ যদি চায়, তাহলে চীন উদ্ভূত পরিস্থিতি নিরসনে গঠনমূলক ভূমিকা পালন করতে আগ্রহী।

সূত্র : জিও নিউজ

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com