1113

04/19/2025 রেকর্ড চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে সেমিফাইনাল ইরান

রেকর্ড চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে সেমিফাইনাল ইরান

ক্রীড়া প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৫৪

রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন জাপানকে বিদায় করে এশিয়ান কাপের সেমিফাইনালে জায়গা করে নিল ইরান।
শনিবার দোহায় শেষ আটের রুদ্ধশ্বাস লড়াইয়ে ৯৬ মিনিটের পেনালটি গোলে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়েছে তারা।

সেমিফাইনালে ইরানের প্রতিপক্ষ স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়ন কাতার। কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়েছে কাতার। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয়েছিল ১-১ সমতায়।

একই দিনে আফ্রিকান নেশন্স কাপের সিমিফাইনালে উঠেছে স্বাগতিক আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকা। নয়জনের দল নিয়েই মালির বিপক্ষে ২-১ গোলের নাটকীয় জয় তুলে নেয় আইভরি কোস্ট। ৯০ মিনিটে সমতায় ফিরে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়ার পর ১২৩ মিনিটে ওমার দিয়াকিতের গোলে শেষ হাসি হাসে স্বাগতিকরা।

অন্য ম্যাচে গোলশূন্য লড়াই শেষে টাইব্রেকারে কেপ ভার্দেকে ২-১ গোলে হারায় দক্ষিণ আফ্রিকা। শেষ চারে তাদের প্রতিপক্ষ নাইজেরিয়া। আর আইভরি কোস্ট খেলবে ডিআর কঙ্গোর বিপক্ষে।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com