1118

04/18/2025 জাবিতে ধর্ষণ: দ্রুত বিচার চান জাতীয় পার্টির মহাসচিব

জাবিতে ধর্ষণ: দ্রুত বিচার চান জাতীয় পার্টির মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

৬ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনাকে গুরুত্বের সঙ্গে নিয়ে যথাসময়ে বিচারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। সোমবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
ধর্ষণের ঘটনা উল্লেখ করে জাতীয় পার্টির মহাসচিব চুন্নু বলেন, এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা ঘটেছে। উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা, এত অধঃপতন কেন হলো। নানা কারণে যথাসময়ে এ ধরনের ঘটনার বিচার হয় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কি শিক্ষার পরিবেশ ভালো নয়।

এ প্রশ্ন রেখে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে কি ছাত্রদের হুইপিং করা হয় না? অনেক বিশ্ববিদ্যালয় আছে, সেখানে এমন ঘটনা নেই। কেন এমন ঘটনা ঘটে তা দেখার জন্য তিনি শিক্ষামন্ত্রীর প্রতি অনুরোধ জানান। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, যথাসময়ে যথাযথ বিচারের ব্যবস্থা করেন। তা না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com