1158

04/18/2025 ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত চবির সেই শিক্ষক চাকরি হারালেন

ছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত চবির সেই শিক্ষক চাকরি হারালেন

নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রসায়ন বিভাগের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের ৫৪৮নং বিশেষ সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ আলী। তিনি বলেন, দুইটি তদন্ত কমিটির সদস্যরাই ওই শিক্ষককে চাকরি থেকে অপসারণ করার সুপারিশ করেছে। সে অনুযায়ী সিন্ডিকেট চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।

রসায়ন বিভাগের অধ্যাপক মাহবুবুল মতিনের বিরুদ্ধে গত ৩১ জানুয়ারি প্রক্টর বরাবর অভিযোগপত্র দেন এক ছাত্রী। অভিযোগে বলা হয় থিসিস চলাকালীন ওই শিক্ষকের হাতে যৌন হয়রানি ও নিপীড়নের শিকার হন তিনি। ল্যাবে একা কাজ করার সময় এবং কেমিক্যাল দেওয়ার বাহানায় নিজ কক্ষে ডেকে দরজা আটকে তাকে ধর্ষণচেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। পরে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

এ ঘটনায় শিক্ষক মাহবুবুল মতিনকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীসহ কিছু সংগঠন। বহিষ্কারের দাবিতে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারও লাগানো হয়। পরে ঘটনা তদন্তে দুইটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com