04/20/2025 দ্বিতীয় বিয়ে সারলেন তামিম
বিনোদন ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৩
ফের বিয়ে করলেন ছোটপর্দার অভিনেতা তামিম মৃধা। শুক্রবার দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর প্রকাশ করেন তিনি। তামিম জানান, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি।
এর আগে ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা। সেই বিয়ে বিচ্ছেদের খবর এতদিন গোপন রেখেছিলেন তামিম। তবে দ্বিতীয় বিয়ের খবর জানাতে গিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি সামনে আনেন তিনি।
ফেসবুকে তামিম লিখেছেন, আমি অতীতে যেই সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে। আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক। কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয়।
এ সময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।
তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেন। এছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে। বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন এই অভিনেতা।