1214

08/14/2025 রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছে: জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনা নিহত হয়েছে: জেলেনস্কি

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৮

 

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পেরিয়ে গেছে। আর এই সময়ে রুশ বাহিনীর মোকাবেলা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ইউক্রেনের ৩১ হাজার সেনা বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

জেলেনস্কি নিহত সেনাদের সংখ্যা জানালেও আহতদের সঠিক সংখ্যা জানাতে পারেননি। তিনি বলেছেন, এই সংখ্যাটা প্রকাশ করা হলে রাশিয়ার জন্য সামরিক কৌশল গ্রহণ সহজ হবে।

জেলেনস্কির ভাষায়, ‘এই যুদ্ধে ইউক্রেনের ৩১ হাজার সেনার প্রাণ গেছে। সংখ্যাটা ৩ লাখ কিংবা দেড় লাখ নয়। (পুতিন) এ নিয়ে মিথ্যাচার করছেন।’

সবশেষ ২০২২ সালের শেষ দিকে যুদ্ধের ক্ষয়ক্ষতির হিসাব দিয়েছিল ইউক্রেন। তখন জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক জানিয়েছিলেন, রুশ বাহিনীর হামলা শুরুর পর ১৩ হাজার ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছেন।

তবে রাশিয়ার কতো সেনার প্রাণ গেছে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য গণমাধ্যমকে দেওয়া হয়নি।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com