1225

04/18/2025 যে মামলায় খালাস পেলেন ইমরান

যে মামলায় খালাস পেলেন ইমরান

ইন্টারন্যাশনাল ডেস্ক

২৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সহিংসতার আরও একটি মামলায় খালাস পেলেন। এ মামলা থেকে বুধবার তাকে খালাস দেন ইসলামাবাদ জেলা ও দায়রা জজ আদালত।
তার দলের আরও দুই নেতাকেও এ মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা হলেন- পিটিআই নেতা আসাদ ওমর ও খুররম শাহজাদ।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়, ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে গত বছরের মে মাসে ইমরান খানকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু করেন পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। এতে গত ৯ মে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটে। সেই সহিংসতার ঘটনায় যেসব মামলা হয়েছে, তার মধ্যে একটি থেকে খালাস পেলেন ইমরান।

মামলা থেকে অব্যাহতি চেয়ে ইমরান খানের করা আবেদনের শুনানি নিয়ে ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাব্বির এ রায় দেন। তিনি বলেন, আসামিদের শাস্তি হতে পারে না। আর এ মামলার বিচার করা মানে সময়ের অপচয়মাত্র।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com