1267

04/18/2025 মেজর হাফিজ কারাগারে, যা বললেন মির্জা ফখরুল

মেজর হাফিজ কারাগারে, যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

৫ মার্চ ২০২৪ ২১:৩৫


বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকালে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এক বিবৃতিতে বিএনপি মহাসচিব ওই আদেশের প্রতিবাদ ও হাফিজের দ্রুত মুক্তি দাবি করেছেন।

শায়রুল জানান, বিএনপি মহাসচিব বলেন— ‘মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি অত্যন্ত অসুস্থ। সদ্যই তিনি হাঁটুর অপারেশন শেষে দেশে ফিরেছেন। একটি সাজানো মামলায় ফরমায়েশি রায়ের মধ্য দিয়েই তাকে জামিন না দিয়েই কারাগারে নেওয়া হয়েছে। তার মতো একজন মুক্তিযোদ্ধা ও অসুস্থ মানুষের সঙ্গে সরকার যে আচরণ করেছে, তার মধ্য দিয়ে সরকারের সব ক্ষেত্রে প্রতিহিংসাপরায়ণতা ফুটে উঠেছে।’

উল্লেখ্য, ভারতের দিল্লিতে দীর্ঘ আড়াই মাসের চিকিৎসা শেষে গত রোববার দেশে ফিরেন হাফিজ। দিল্লির ফরটিস হাসপাতালে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি। মঙ্গলবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com