1399

04/09/2025 ভারতে পাচারের সময় ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

ভারতে পাচারের সময় ২ কোটি ৩০ লাখ টাকার স্বর্ণসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৪ ১০:০৩

অবৈধভাবে ভারতে পাচারকালে জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের প্রায় ২শ' ভরি ওজনের ২০টি স্বর্ণের বারসহ ২ জন স্বর্ণ পাচারকারীকে হাতেনাতে আটক করেছেন বিজিবি সদস্যরা। শুক্রবার বিকালে জয়পুরহাটের ভারত সীমান্তবর্তী পাঁচবিবি উপজেলার পূর্ব উঁচনা এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- একই উপজেলার উঁচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

শুক্রবার সন্ধ্যায় জয়পুরহাট-২০ বিজিবির ব্যাটালিয়ন সদর দফতরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (গতকাল) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে  বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করেন। ওই অভিযানে আব্দুল ওহাব ও মেহেদী হাসান পাপ্পু নামে ২ পাচারকারীকে ১৯৯ ভরি ১২ আনা ২ রতি ওজনের ২০টি স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। সে সময় ওই পাচারকারীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি সিম কার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক সোনার বারসহ জব্দকৃত অন্যান্য মালামালের (একটি মোটর সাইকেল, দুইটি সিম কার্ডসহ দুটি ব্যবহৃত মোবাইল ফোন সেটসহ) মোট মূল্য ধরা হয়েছে ২ কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা।

পরে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার রাতেই আটক দুই স্বর্ণ পাচারকারীকে পাঁচবিবি থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com