1433

04/19/2025 ‘চালাকরা আয়েশ করে, বোকারা বাঁচে কায়দা করে’

‘চালাকরা আয়েশ করে, বোকারা বাঁচে কায়দা করে’

বিনোদন ডেস্ক

৪ এপ্রিল ২০২৪ ০৪:২৩

বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ‘চক্কর’ নামের নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন।

সিনেমাটির ফার্স্ট লুক শেয়ার করে সম্প্রতি এক পোষ্টে অভিনেতা লিখেছেন, ‘দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, মানুষ কায়দা করে। আর মইনুল?

শরাফ আহমেদের পরিচালনায় এই ওয়েব ফিল্মে মোশাররফ করিম একজন গোয়েন্দা পুলিশের চরিত্র অভিনয় করছেন। ‘চক্কর’ দিয়েই নির্মাতা জীবনে প্রবেশ করতে যাচ্ছে শরাফ আহমেদ।

সিনেমাটি কবে নাগাদ মুক্তি পেতে পারে এব্যাপারে শরাফ আহমেদ বলেছেন, তার টিম বেশি সময় নেবে না। মুক্তির আগের কাজ অনেকখানি গুছিয়ে এনেছেন তিনি।

মোশাররফ করিম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। ব্রাত্য বসুর পরিচালনায় 'হুব্বা' নামের সেই সিনেমায় তিনি হুগলির একজন গ্যাংস্টারের ভূমিকায় কাজ করেছেন।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com