1516

04/07/2025 সাজেকে নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

সাজেকে নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি

২৫ এপ্রিল ২০২৪ ১৬:৪২

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুর্ঘটনায় নিহত ৯ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতদের স্বজনদের কাছে এসব লাশ হস্তান্তর করে পুলিশ।   

এর আগে বুধবার সন্ধ্যার দিকে গাজীপুর থেকে সাজেকের উদয়পুরে যাওয়ার পথে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ‘৯০ ডিগ্রি’ নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

এ সময় ড্রাম ট্রাকটি গভীর খাদে পড়ে ৯ জন নিহত হন।  এদের মধ্যে ঘটনাস্থলেই প্রাণ গেছে ৫ জনের। 

নিহতরা হলেন- কক্সবাজারের রামুর আবদুস শুক্কুরের ছেলে জসিম উদ্দীন (২৮), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের রিয়াসত আলীর ছেলে এরশাদুল (৩২), কিশোরগঞ্জের আবদুল মোহন (১৬), একই এলাকার বাবু (২০), গাজীপুর কাপাসিয়ার অলি উল্লাহ (৩৫), একই এলাকার সাগর (২২), ময়মনসিংহ ঈশ্বরগঞ্জের জিরোধরপুর থানার শহীদুল্লাহর ছেলে শাহ আলম (২৮), ময়মনসিংহ গৌরিপুর ময়লাকান্দা থানার আবদুল জব্বারের ছেলে তপু হাসান (১৭) ও ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ শ্রীপুরের হেলাল উদ্দিনের ছেলে নয়ন (২৯)।

সাজেক থানার সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী বলেন, ওই শ্রমিকরা নির্মাণ কাজের উদ্দেশে গাজীপুর থেকে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে সাজেক সীমান্ত সড়কের উদয়পুর যাচ্ছিলেন। একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে একটি ব্রিজের কাজ করার কথা ছিল তাদের। দুর্ঘটনায় কবলিত ট্রাকে চালকসহ ১৭ জন শ্রমিক ছিলেন।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com