04/19/2025 ‘বিশ্বকাপ ট্রফি এসেছে, এটা আমাদের জন্য গর্বের’
ক্রীড়া প্রতিবেদক
৯ জুন ২০২২ ১৬:০৩
২০০৮ সাল থেকে গত ১৪ বছর ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে আছেন কাজী সালাউদ্দিন। তার মেয়াদকালে বুধবার সকাল সোয়া ১১টায় চার্টার্ড বিমানে দ্বিতীয়বার বাংলাদেশে এলো ফিফা বিশ্বকাপ ট্রফি।
বাংলাদেশ বিশ্বকাপে কখনো খেলেনি। ভবিষ্যতেও খেলার সম্ভাবনা ক্ষীণ। তবে বিশ্বকাপের এই ট্রফি বাংলাদেশের ফুটবলাঙ্গনের জন্য অনুপ্রেরণা হিসেবেব দেখছেন সালাউদ্দিন।
তিনি বলেন, বিশ্বকাপ ট্রফি আবার বাংলাদেশে এসেছে। এটা আমাদের জন্য গর্বের। ট্রফিটি বাংলাদেশের ক্লাব, ফুটবলার ও সংগঠকদের জন্য ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।
এর আগে ২০১৩ সালে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে প্রথম এসেছিল। নয় বছর পর আবার এলো। এই নয় বছরে ফুটবল কতটুকু এগিয়েছে? এর উত্তর তিনি এখনই না দিয়ে পরে দিতে চান।