211

04/18/2025 যে দেশকে ইউক্রেনের ‘সত্যিকারের বন্ধু’ বললেন জেলেনস্কি

যে দেশকে ইউক্রেনের ‘সত্যিকারের বন্ধু’ বললেন জেলেনস্কি

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১ জুন ২০২২ ১০:৪২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে রাজধানী কিয়েভে দেখা করেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস । 

ইউক্রেনকে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেসকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি। 

তিনি যুক্তরাজ্যকে ইউক্রেনের সত্যিকারের বন্ধু হিসেবে অভিহিত করেন। 

ইউক্রেন প্রেসিডেন্ট এ ব্যাপারে বলেন, এ যুদ্ধ দেখিয়েছে কে আমাদের বন্ধু। শুধু কৌশলগত বন্ধু না। সত্যিকারের বন্ধু। যুক্তরাজ্য হলো আমাদের সত্যিকারের বন্ধু। 

তিনি আরও বলেন, এরকম যৌথ কাজের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। এগুলো অব্যহতভাবে ক্রিয়ায় রূপান্তরিত হচ্ছে এবং এটি ইউক্রেনের সঙ্গে  যুক্তরাজ্য ও অন্যন্য দেশের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য।

জেলেনস্কি আরও বলেন, অস্ত্র, অর্থ, নিষেধাজ্ঞা তিনটি বিষয় যেটির মধ্যে যুক্তরাজ্য অব্যহতভাবে তাদের নেতৃত্ব দেখিয়েছে। 

এদিকে বেন ওয়ালেসের এ সফর নিয়ে আগে থেকে কিছু বলা হয়নি। তাছাড়া তিনি কখন কিয়েভ গেছেন সেটিও জানানো হয়নি। শুধু বলা হয়েছে এ সপ্তাহে দুইদিনের সফরে কিয়েভ গিয়েছিলেন বেন ওয়ালেস।  

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের সঙ্গে আরও গভীরভাবে কাজ করবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অবৈধ দখলদারিত্ব থেকে ইউক্রেনকে মুক্ত করতে তারা তিনজন আরও গভীরভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনকে বর্তমানে কি অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেটিও আলোচনা হয়েছে। ভবিষ্যতে কি সাহায্য করা হবে তাও আলোচনা করা হয়েছে।  

সূত্র: সিএনএন, দ্য গার্ডিয়ান 

 

 
177Shares
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com