213

04/19/2025 তিন সেঞ্চুরির পর বাবরের ৭৭, পাকিস্তান থামল ২৭৫ রানে

তিন সেঞ্চুরির পর বাবরের ৭৭, পাকিস্তান থামল ২৭৫ রানে

ক্রীড়া প্রতিবেদক

১১ জুন ২০২২ ১০:৫০

ফর্মের তুঙ্গে রয়েছেন বাবর আজম। পাকিস্তানের এই অধিনায়ক শুক্রবারের আগে সবশেষ তিন ওয়ানডে ম্যাচে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন।

শুক্রবার মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায়ও দুর্দান্ত ব্যাটিং করেছেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে ১০৩ রান করা বাবর এদিন করেন ৯৩ বলে ৫টি চার আর এক ছক্কায় ৭৭ রান।

বাবর আজমের মতো এদিন দারুণ ব্যাটিং করেছেন ওপেনার ইমাম-উল-হক। সবশেষ চার ওয়ানডেতে (১০৩, ১০৬, ৮৯* ও ৬৫) দুই সেঞ্চুরি আর দুই ফিফটি তুলে নেওয়া ইমাম এদিনও তুলে নেন ফিফটি। 

রান আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৭২ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৭২ রান করেন ইমাম। তার আগে দ্বিতীয় উইকেটে অধিনায়ক বাবর আজমের সঙ্গে গড়েন ১২০ রানের জুটি।

এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করতে নেমে ২৫ রানে ফখর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর বাবর-ইমামের জুটিতে খেলায় ফেরা পাকিস্তানের এক সময় রান ছিল এক উইকেটে ১৪৫। এরপর মাত্র ৬২ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে কোণটাসা হয়ে পড়ে স্বাগতিকরা।
 
মিডল অর্ডারে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ রিজওয়ান (১৫), মোহাম্মদ হারিস (৬), মোহাম্মদ নওয়াজ (৩), শাদাব খান (২২) ও খুশদিল শাহরা (২২) দায়িত্বশীল ব্যাটিংয়ে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭৫ রানেই থেমে যায় পাকিস্তান। 

facebook sharing button
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com