228

04/18/2025 পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক: জিএম কাদের

পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক: জিএম কাদের

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন ২০২২ ০১:৫০

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে ভোগের বিধান অনৈতিক। বাজেটে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনার বৈধতা দেওয়া মানেই পাচারকে উৎসাহিত করা। এতে টাকা পাচার ও দুর্নীতি বেড়ে যাবে। অথচ যারা দেশের টাকা বিদেশে পাচার করে তাদের বিচারের মুখোমুখি করা উচিৎ। 

রোববার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে মেজর (অব.) গাজী মো. মাকসুদ উর রহীম জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এসময় জাতীয় পার্টি চেয়রাম্যান গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান, কেন্দ্রীয় সদস্য মিথিলা রওয়াজা। 

জিএম কাদের বলেন, আমরা দীর্ঘ দিন ধরে পাচারকারীদের তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি আহবান জানিয়েছিলাম। আমরা এখনো চাই পাচারকারীদের তালিকা প্রকাশ করে তাদের বিচারের মুখোমুখি করা হোক।  
 

 

 
Shares
facebook sharing button
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com