251

04/19/2025 ৫০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন মৌসুমী

৫০১ টাকা দেনমোহরে বিয়ে করলেন মৌসুমী

বিনোদন ডেস্ক

২০ জুন ২০২২ ০২:০৪

তথ্য প্রযুক্তির উন্নয়নে মানুষ এখন অনেক কাজই সারছেন ঘরে বসে বসে ডিজিটাল মাধ্যমে। পণ্য বিক্রি, পাঠদান, অফিস, মিটিং-সেমিনার সবই চলছে অনলাইন প্ল্যাটফর্মে, ভিডিও কলে বা জুম মিটিংয়ে।

এমনকি বর্তমানে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ আয়োজনও সাড়া হচ্ছে এই নেটমাধ্যমে।

অনেকের মতো কণ্ঠশিল্পী আয়েশা মৌসুমীও বিয়ে করলেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তথা জুম মিটিংয়ে। 

শুক্রবার নিজের জন্মদিনে জীবনের নতুন ইনিংস শুরুর খবরটি জানালেন এ শিল্পী।

তসলিম মজুমদার নামে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করলেন মৌসুমী, মাত্র ৫০১ টাকা দেনমোহরে।

তসলিম যুক্তরাষ্ট্রে চাকরি করেন সেখানকার জন এফ কেনেডি বিমানবন্দরে।

গায়িকা মৌসুমী জানান, দীর্ঘ ৭ বছরের পরিচয় তসলিমের সঙ্গে আমার। পরিকল্পনা ছিল অনলাইনে বিয়ে করবে আমরা।  সেটাই করেছি। অবশেষে আমার জন্মদিনকে বেছে নিয়ে বিশেষ দিনটির জন্য। ঢাকা টু নিউইয়র্ক জুম মিটিংয়ের মাধ্যমে যুক্ত হই আমরা।  আমার বরের পরিবারের সদস্যরাও ছিলেন মিটিংয়ে। এরপর সেখানেই কবুল বলি আমরা। মাত্র ৫০১ টাকা কাবিনে বিয়ে অনুষ্ঠিত হয়েছে। আমরা দুজনেই বেশ খুশি। আমাদের জন্য দোয়া করবেন।’

শিগগিরই দেশে ফিরবেন তসলিম। তখন বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনা করবেন বলে জানালেন গায়িকা মৌসুমী।
 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com