253

04/19/2025 প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মেয়াদ আরও ২ বছর বাড়ল

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মেয়াদ আরও ২ বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক

২০ জুন ২০২২ ০২:১৪

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে। 

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।  

২০১৫ সালের ১৫ জুন এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান ইহসানুল করিম। পরের দুই দফা তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ তিন বছর চুক্তির মেয়াদ গত ১৭ জুন শেষ হয়।

ইসানুল করিম সচিবের পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

 
131Shares
facebook sharing button
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com