277

04/20/2025 আন্তর্জাতিক উৎসবে পিয়ার ‘ছিটমহল’

আন্তর্জাতিক উৎসবে পিয়ার ‘ছিটমহল’

বিনোদন ডেস্ক

২৪ জুন ২০২২ ১৩:১৬

উপমহাদেশের ৬৮ বছরের  এক অবরুদ্ধ ইতিহাসের নাম ‘ছিটমহল’।  চারদিকে অন্য দেশের বেষ্টনী, মাঝে আরেকটি দেশ। এই গল্প নিয়ে কমন হোম এটাচারের প্রযোজনায় এইচআর হাবিব নির্মাণ করেছিলেন চলচ্চিত্র ‘ছিটমহল’। গত ১৪  জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি।

অন্যদিকে গত রোজার ঈদে ‘ছিটমহল’ ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় চ্যানেল আইতে। সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার ছবিটি প্রদর্শিত হবে ২৭ জুলাই ইংল্যান্ডে শুরু হওয়া আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে।

ছবিটির আন্তর্জাতিক প্রোজেকশন নিয়ে পরিচালক এইচআর হাবিব বলেন, ছিটমহল আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হওয়ার জন্য মনোনয়ন পেয়েছে।

এদিকে এইচআর হাবিবের অপর সায়েন্সফিকশন ছবি জলকিরণের শুটিং শেষে এডিটিং চলছে। ছবিটিতে অভিনয় করেছেন পিয়া জান্নাতুল, আরমান পারভেজ মুরাদ, মৌসুমি হামিদ, ডন হক, আনোয়ারুল আলম সজল, শিমুল খান প্রমুখ।
 

 

 
9
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com