290

04/18/2025 যে শর্তে পিকআপে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

যে শর্তে পিকআপে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন ২০২২ ০৪:২৪

পদ্মা সেতুতে মোটর বাইক চলাচল বন্ধ করলেও পিকআপে মোটরসাইকেল পণ্য হিসেবে যেতে পারবে বলে জানিয়েছে, সেতু কর্তৃপক্ষ। নিরাপত্তা বিবেচনায় পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিন ভোর ৬টা থেকে বন্ধ রয়েছে মোটরসাইকেল চলাচল। মঙ্গলবার তৃতীয় দিনেও একই চিত্র দেখা যাচ্ছে।

সেতুর মাওয়া টোল প্লাজায় দায়িত্বরত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলীয় তোফাজ্জল হোসেন জানান, এক্ষেত্রে পণ্য হিসেবে পিকআপে করে মোটরসাইকেল সেতু পারাপার করা যাবে বলে। তবে চালক, মালিক গাড়িতে যেতে পারবেন না। তারা অন্য গাড়িতে সেতু পার হবেন।

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আসার পর থেকে সেতু এলাকায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না বাইক। মুন্সিগঞ্জের মাওয়া টোল প্লাজা থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বসানো হয়েছে চেকপোস্ট। বাধ্য হয়ে চালকরা পিকআপ ভ্যান ভাড়া করে সেতু পার হচ্ছেন। এতে প্রত্যেক মোটরসাইকেল চালককে গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা।

এদিকে কঠোর বিধিনিষেধ থাকা সত্ত্বেও পদ্মা সেতুতে গাড়ি থামিয়ে ছবি তোলা এবং ঘুরতে দেখা গেছে অনেককে। এছাড়া কিছুটা ঢিলেঢালা ছিল নিরাপত্তা ব্যবস্থা। যদিও আইনশৃঙ্খলা বাহিনী বলছে, তাদের টহল জোরদার রয়েছে।

সেতুতে ঘোরাঘুরি করার অনেকেই জানান সরকারি নিষেধাজ্ঞা তারা জানেন না। যদিও টোল প্লাজা থেকেই সেতুতে না থামতে নির্দেশনা দেয়া হয়েছিল।

এদিকে, মোটরসাইকেল চলাচল বন্ধ করার পর, স্বাচ্ছ্যন্দে সেতু পার হতে পারছে পণ্য ও যাত্রীবাহী যানবাহন। সময় কম লাগায় খুশি যাত্রীরা। তবে, এখনো টোল প্লাজায় বসানো হয়নি ওজন স্কেল। খুব দ্রুত বিকল্প ওজন স্কেল বসানো হবে বলে জানিয়েছে সেতু কতৃপক্ষ।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com