339

04/19/2025 যুক্তরাজ্য যাচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছেন দালেলা

যুক্তরাজ্য যাচ্ছেন দোরাইস্বামী, ঢাকায় আসছেন দালেলা

সিটি পোষ্ট

৩ জুলাই ২০২২ ১১:৩৪

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে যুক্তরাজ্যে দূত হিসেবে যুক্তরাজ্যে নিয়োগ দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। ঢাকায় তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের ডেপুটি চিফ সুধাকর দালেলা।

শনিবার ভারতের সংবাদপত্র হিন্দুস্থান টাইমস এ খবর জানিয়েছে। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে ২০২০ সালের আগস্ট রীভা গাঙ্গুলী দাসের স্থলাভিষিক্ত হিসেবে নিয়োগ পান বিক্রম কুমার দোরাইস্বামী।

ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা দোরাইস্বামী চীনা ভাষায় কথা বলতে দক্ষ। তিনি উজবেকিস্তান ও দক্ষিণ কোরিয়ায় ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রে দায়িত্ব পালনের পাশাপাশি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও তাঁর কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গাইত্রী ইসার কুমার গত ৩০ জুন অবসরে যান। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দোরাইস্বামী।

মোদি সরকারের কয়েক মাস দীর্ঘ নিবিড় মনোনয়ন প্রক্রিয়ার পর যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ পেলেন দোরাইস্বামী। যুক্তরাজ্যের সঙ্গে ভারতের সম্পর্ক জোরদারে সচেষ্ট হবেন দোরাইস্বামী। তবে কাশ্মীর ও শিখ ইস্যুসহ দ্বিপক্ষীয় বেশকিছু বিরোধপূর্ণ বিষয় তাঁকে সামাল দিতে হবে।

ঢাকায় দোরাইস্বামীর জায়গায় নিয়োগ পাচ্ছেন দালেলা। তিনি ভারতের পররাষ্ট্র বিভাগের ১৯৯৩ ব্যাচের কর্মকর্তা। দালেলার প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে। দায়িত্ব পালনকালে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখেন তিনি। ২০১৭ সালে চীনের সঙ্গে ডোকলাম সংকট শুরু হলে ভুটান ও নেপালকে সামলানোর সময় দালেলা যুগ্ম সচিবের দায়িত্বে ছিলেন।

 

 
 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com