341

04/18/2025 বাংলাদেশের বাজে ব্যাটিং শেষে খেলা পরিত্যক্ত

বাংলাদেশের বাজে ব্যাটিং শেষে খেলা পরিত্যক্ত

সিটি পোষ্ট

৩ জুলাই ২০২২ ১৩:৩৮

দুই দফায় ওভার কর্তনের পর বাংলাদেশের ইনিংসের আর এক ওভার বাকি ছিল। দ্বিতীয় দফায় বৃষ্টি নামার পর ম্যাচের দৈর্ঘ্য আরও কমে আসবে বলে অনুমান করা হচ্ছিল। বৃষ্টি থামার পর ডাগ আউটে দুই অধিনায়কের সঙ্গে কথা বলতে দেখা যায় আম্পায়ারদ্বয়কে। ক্যারিবিয়ান ক্যাপ্টেন নিকলাস পুরানকে রাজি করাতে একটু বেগ পেতে হয়েছে আম্পায়ারদের।

এক আম্পায়ার তো তাকে বারবার ঘড়ি দেখাচ্ছিলেন। শেষমেষ পুরান রাজি হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

 

ডমিনিকার উইন্ডসর পার্কে আজ শনিবার ১৬ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেয়ে সাকিব-এনামুলের ব্যাটে ঘুরে দাঁড়ানো। এরপর আবার ছন্দপতন। মাঝের ব্যাটাররা কেউ দায়িত্ব নিতে পারেননি। ব্যর্থ হয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহও। শেষদিকে নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে ১৩ ওভারে ৮ উইকেটে ১০৫ রানের সংগ্রহ করে বাংলাদেশ। আকিল হোসেনের করা ইনিংসের তৃতীয় বলেই কিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেন মুনিম শাহরিয়ার (২)।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com