348

08/14/2025 ‘পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়? চেস্টা করুক’

‘পশ্চিমারা যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে হারাতে চায়? চেস্টা করুক’

নিজস্ব প্রতিবেদক

৯ জুলাই ২০২২ ০৬:২৮

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। 

তাছাড়া ইউক্রেন যুদ্ধের মাধ্যমে বিশ্বের ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন আরও বলেছেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ মাত্র শুরু করেছে। তবে রাশিয়া শান্তি আলোচনায় বসতে প্রস্তুত আছে বলেও জানিয়েছেন তিনি। 

রাশিয়ার সংসদীয় নেতাদের সঙ্গে একটি বৈঠকে পশ্চিমাদের কঠোর সুরে বার্তা দেন পুতিন। 

তিনি তার বক্তব্যে বলেন,  আমরা আজ শুনছি তারা আমাদের যুদ্ধক্ষেত্রে হারাতে চায়। আপনারা কি বলতে পারেন? তারা চেষ্টা করুক?।

পুতিন আরও বলেন, আমরা বেশ কয়েকবার শুনেছি পশ্চিমারা চায় শেষ ইউক্রেনীয় জীবিত থাকা পর্যন্ত আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। এটা ইউক্রেনীয় জনগণের জন্য ট্র্যাজেডি। কিন্তু দেখে মনে হচ্ছে সব কিছু এমন কিছুর দিকেই যাচ্ছে। 

অন্যদিকে শান্তি আলোচনার ব্যাপারে পুতিন বলেন, একই সময়ে, আমরা শান্তি আলোচনার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। কিন্তু যারা আলোচনা করতে চায় না, তাদের জেনে রাখা উচিত এটি যত দূর যাবে, আমাদের সঙ্গে আলোচনার বিষয়টি ততই কঠিন  হয়ে যাবে। 

সূত্র: আল জাজিরা

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com