382

04/19/2025 ভণ্ডপীরের কবল থেকে উদ্ধার স্ত্রী, এখনও অধরা খেতা শাহ

ভণ্ডপীরের কবল থেকে উদ্ধার স্ত্রী, এখনও অধরা খেতা শাহ

নিজস্ব প্রতিবেদক

১৩ জুলাই ২০২২ ০২:১০

ময়মনসিংহের আলোচিত ভণ্ডপীরের হাত ধরে পালিয়ে যাওয়া গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো ধরা যায়নি ভণ্ডপীর ফজলুল হক ওরফে খেতা শাহ। দীর্ঘ ১৯ দিন পর সোমবার (১১ জুলাই) গাজীপুরের টঙ্গী থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। 

ওই নারীকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, ওই নারীকে উদ্ধার করা হয়েছে। তবে খেতা শাহকে খুঁজে পাওয়া যায়নি। তাকে অচিরেই গ্রেপ্তার করা হবে।

উদ্ধার হওয়া ওই নারী বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। মঙ্গলবার (১২ জুলাই) জবানবন্দি দেওয়ার জন্য তাকে আদালতে পাঠানো হবে।

জানা যায়, অভিযুক্ত ভণ্ডপীর ফজলুল হক ওরফে খেতা শাহ (৬০) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার হীরণপুর গ্রামের বাসিন্দা। তিনি আধ্যাত্মিক নেতা খেতা শাহ নামে পরিচিত। দেড় মাস আগে তার সঙ্গে জেলার তারাকান্দার শফিকুল ইসলাম নামে এক ব্যক্তির পরিচয় হয়। 

খেতা শাহকে আধ্যাত্মিক ফকির ভেবে তার ভক্ত বনে যান শফিকুল। সংসারের উন্নতি আর মনের বাসনা পূরণের ধারণা থেকে দুই চাচার পরামর্শে স্থানীয় মাজারে এনে আশ্রয় দেন নিজের বাড়িতে। স্ত্রীকে বলেছিলেন ভালোভাবে আপ্যায়ন করতে। 

সবকিছু ঠিকঠাক থাকলেও গত ২২ জুন দুপুর ১২টার দিকে খেতা শাহকে নিয়ে শফিকুলের স্ত্রী তার বাবার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়ায় যাওয়ার কথা বলে লাপাত্তা হন দুইজনই। এ ঘটনার পর খেতা শাহর নামে থানায় লিখিত অভিযোগ দেন শফিকুল ইসলাম।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com