389

04/20/2025 বাংলাদেশি গানে বলিউডের শেফালী জারিওয়ালা

বাংলাদেশি গানে বলিউডের শেফালী জারিওয়ালা

নিজস্ব প্রতিবেদক

১৪ জুলাই ২০২২ ০১:৪৫

বাংলাদেশের কণ্ঠশিল্পী নাদিয়া ডোরার গানের ভিডিওতে মডেল হয়েছেন বলিউডের 'কাঁটা লাগা'খ্যাত মডেল শেফালী জারিওয়ালা।

তাপসের কথা, সুর ও সংগীতায়োজনে গানের নাম 'পিরিতির কারবার'। গানটির  প্রযোজনা প্রতিষ্ঠান টিএম রেকর্ডস। সম্প্রতি প্রকাশিত হয়েছে গানটির টিজার। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান এক প্রেস৷

আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিংয়ে গানটি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। এ গানের মধ্য দিয়ে প্রথমবার মৌলিক গানে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তরুণ প্রজন্মের শিল্পী নাদিয়া ডোরা।

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com