406

04/07/2025 মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

মা-বাবা হলেন নওশীন-হিল্লোল

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২২ ০২:২৯

তারকা দম্পতি নওশীন-হিল্লোল সন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে রাজকন্যা।

গতকাল ১৩ জুলাই তাদের ঘরে এসেছে নবজাতক। যুক্তরাষ্ট্রের উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে তাদের কন্যাসন্তান জন্ম নেয়। 

এই তথ্য জানিয়েছেন নওশীন-হিল্লোল। তারা মেয়ের নামও রেখেছেন।

মেয়ের নাম রেখেছেন মাহভীশা আদনান সৈয়দা। মা ও সন্তান সুস্থ রয়েছে। 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com