412

04/20/2025 পেটে সন্তান নিয়ে আড়াল করা নায়িকা আমি না:বর্ষা

পেটে সন্তান নিয়ে আড়াল করা নায়িকা আমি না:বর্ষা

নিজস্ব প্রতিবেদক

১৫ জুলাই ২০২২ ০৩:১৯

সম্প্রতি ঈদ-উল-আজহা উপলক্ষে দেশব্যাপী মুক্তি পেয়েছে চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের সিনেমা “দিন: দ্য ডে”। ১০০ কোটি টাকার বেশি বাজেটের এ সিনেমায় অনন্তের বিপরীতে আছেন তার স্ত্রী বর্ষা।

এখন পর্যন্ত অনন্ত জলিলের অভিনীত এবং প্রযোজিত যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে, তার সবগুলোতেই অনন্তের নায়িকা হিসেবে অভিনয় করেছেন বর্ষা। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাওয়া হয়েছিল, অনন্তর সব ছবিতে তিনিই কেন নায়িকা?

উত্তরে বর্ষা বলেন, “কী ধরনের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে?”

তিনি আরও বলেন, “যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।”

বুধবার (১৩ জুলাই) ঢাকার মিরপুরের সনি সিনেমা হলে “দিন: দ্য ডে” সিনেমার প্রদর্শনীতে গিয়ে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।

ঈদের চলচ্চিত্র হিসেবে “দিন: দ্য ডে” সিনেমার বেশি হল পাওয়ার প্রসঙ্গে বর্ষা বলেন, “সব জায়গায় আমাদের ছবির শো বেশি। শো বেশি হওয়ায় দর্শকও বেশি থাকবে এটাই স্বাভাবিক।”

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com