526

04/19/2025 ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত গ্রেপ্তার

ক্যাটরিনা-ভিকিকে প্রাণনাশের হুমকি, অভিযুক্ত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৬ জুলাই ২০২২ ০১:৩০

নিরাপত্তাহীনতায় ভুগছেন বলিউড তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল।

অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নেট মাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

আতঙ্কে মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন তারকা-দম্পতি।

সান্তাক্রুজ থানা মামলা করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই সেই অভিযুক্তকে আটক করা হয়েছে।

ভিকির অভিযোগ, বেশ কিছুদিন ধরেই নাম-পরিচয় গোপন রেখে এক ব্যক্তি ক্যাটরিনাকে নেট মাধ্যমে পর্যবেক্ষণ করছিলেন। তিনিই ইনস্টাগ্রামে প্রাণনাশের হুমকি দেন এরপর। তবে সেই হুমকির বয়ান জানা যায়নি।

অভিযুক্তের নামে একাধিক ধারায় মামলা করা হয়েছে। পাঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর ক্রমাগতই হুমকি পাচ্ছেন তারকারা।

ক্যাটরিনাকেও লরেন্স বিষ্ণোইয়েরই কোনো শাগরেদ ভয় দেখাচ্ছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

 
 

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com