04/18/2025 রাজনৈতিক প্রতিহিংসায় দেশ ছাড়তে বাধ্য হয়েছেন মামুন আব্দুল্লাহ
নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২২ ০৯:৫৫
রাজনৈতিক প্রতিহিংসা ও স্বার্থন্বেষী মহলের বিরাগভাজন দেশ ছাড়তে বাধ্য হয়েছেন দেশ রূপান্তরের স্টাফ রিপোর্টার মামুন আব্দুল্লাহ। সম্প্রতি এক বিবৃতিতে এই কথা জানিয়েছে অর্থনৈতিক সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)।
এ প্রসঙ্গে সংগঠনটির সভাপত রিনভী শারমিন বলেন, মামুন আব্দুল্লাহ একজন অনুসন্ধ্যানী সাংবাদিক। অর্থনৈতিক বিটে দুর্নীতির বিরুদ্ধে তার অনেকগুলো প্রতিবেদন প্রকাশ পেয়েছে। এজন্য তাকে রাজনৈতিকভাবে হয়রানী করা হচ্ছিল। সর্বশেষ তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয় এবং পরবর্তীতে কঠোর নজরদারিতে রাখা হয়। এতে একসময় প্রাণ ভয়ে দেশ ছাড়তে বাধ্য হন তিনি।
ইআরএফের সাধারণ সম্পাদক এস এম রাশেদুল ইসলাম বলেন, দেশে স্বাধীনভাবে সাংবাদিকতা করার পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। অন্যায় অবিচার ও অব্যাহত দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করতেগিয়ে অনেকে নিপিড়নের শিকার হচ্ছেন। ইআরএফের স্থায়ী সদস্য মামুন আব্দুল্লাহ তার মধ্যে একজন। তার বাধ্য হয়ে দেশ ছেড়ে যাওয়া দেশের অনুসন্ধ্যানী সাংবাদিকতার জন্য একটি কলংক হয়ে থাকবে। কারণ তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী, উদ্যোমী ও অনুসন্ধিৎসু চরিত্রের একজন উদীয়মান সাংবাদিক।
ইআএফের বিবৃতিতে বলা হয়, সাংবাদিক মামুন আব্দুল্লাহ বিগত ১২ বছর ধরে দৈনিক যুগান্তর, জাগোনিউজ ২৪ ডটকমসহ একাধিক পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি বরাবরই একজন অনুসন্ধানী প্রতিবেদক।তার বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার কারণে রাজনৈতিক প্রতিহিংসা ও একটি স্বার্থান্বেষী মহলের বিরাগভাজন হয়েছেন। এতে বাংলাদেশে তার পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।
এতে আরও বলা হয়, কতিপয় ব্যক্তির সার্বক্ষনিক নজরদারিতে তার কাজের পরিবেশ ব্যহত হচ্ছে। প্রতিনিয়ত জীবননাশের হুমকির মুখোমুখি তিনি ও তার পরিবার। সামাজিকভাবে কতিপয় ব্যক্তিবর্গ কর্তৃক হেনস্থার শিকার হয়েছেন তিনি। ফলে তার স্বাভাবিক জীবনযাপনে মারাত্মক ব্যঘাত ঘটছে। প্রাণনাশের ভয়ে সম্প্রতি তিনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন।