658

04/20/2025 ডিপজলকে পাশে নিয়ে ফারুকী বললেন ‘খেলা হবে’

ডিপজলকে পাশে নিয়ে ফারুকী বললেন ‘খেলা হবে’

বিনোদন ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২২ ০৯:১২

প্রথমবারের মতো দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 

রোববার সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের বিজি প্রেসের মাঠে বিজ্ঞাপনটির শুটিং করেন ডিপজল। তার সহশিল্পী ছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মিশু সাব্বির।

ডিপজলের সঙ্গে ফেসবুকে এই ছবিটি প্রকাশ করে শুরুতে এই বিষয়ে ইঙ্গিত দেন ফারুকী। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘খেলা উইল হ্যাপেন।’ যার অর্থ, ‘খেলা হবে।’ এরপর লেখেন, ‘আসিতেছে।’ তবে কোনো সিনেমায় নয় ফারুকীর নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেখা যাবে এই অভিনেতাকে।

সবশেষ ‘ফুটনোট’ দিয়ে এই নির্মাতা লেখেন, ‘বাংলা সিনেমার লাউড অ্যাক্টিংয়ের সেই যুগে ইনি ছিলেন ওয়ান অব দ্য মোস্ট ন্যাচারাল অ্যাক্টরস।’

জানা গেছে, একটি মোবাইলভিত্তিক আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানের অ্যাপের জন্য তৈরি করা হয়েছে বিজ্ঞাপনচিত্রটি। শিগগিরই এটির প্রচার শুরু হবে।

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com