04/10/2025 প্রধানমন্ত্রীর ভারত সফর সোমবার, ৭টি সমঝোতা স্মারক সই হবে
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৫২
আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারত সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরের আলোচ্যসূচি জানাতে সংবাদ সম্মেলনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এসময় জানানো হয়, সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ বৃদ্ধি, বিদ্যুৎ ও জ্বালানী সহায়তা, নদীর পানি বণ্টন, সীমান্ত নিরাপত্তাসহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন দুই দেশের সরকার প্রধান। পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের প্রত্যাশা, শেখ হাসিনার এ সফর বাংলাদেশের জন্য বয়ে আনবে আশাব্যঞ্জক অনেক কিছুই।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের সীমান্তে মিয়ানমারের গোলাগুলির ঘটনার ব্যাখ্যা দেন পররাষ্ট্রমন্ত্রী। তার দাবি, মিয়ানমারের দু'টি মর্টার শেল বাংলাদেশে ঢুকেছে ভুলবশত।
মিয়ানমার প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, নতুন করে কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবে না সরকার। প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বণ্টন চুক্তির বিষয়ে কোন অগ্রগতির তথ্য জানাতে পারেনি পররাষ্ট্র মন্ত্রণালয়।