709

04/20/2025 অবশেষে মুক্তি পেল তারকাবহুল সিনেমা অপারেশন সুন্দরবন

অবশেষে মুক্তি পেল তারকাবহুল সিনেমা অপারেশন সুন্দরবন

বিনোদন ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২২ ০০:২২

অবশেষে মুক্তি পেয়েছে বহুল আলোচিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। আজ থেকে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। সুন্দরবনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষা, মৎস্য ও বনজ সম্পদের সংরক্ষণ সর্বোপরি সুন্দরবনকে বাঁচানোর লক্ষ্যে প্রধানমন্ত্রী নির্দেশে ২০১২ সাল থেকে অভিযান চালায় র‌্যাব।

সেই অভিযানে ২৬২ জন জলদস্যু আটক হয়। পরে ২০১৬ সালে ৩১ মে থেকে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত অভিযানে ৩২টি বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি অস্ত্র ও বিপুল গোলাবারুদসহ আত্মসমর্পণ করতে বাধ্য হয়। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যুমুক্ত হওয়ার ঘোষণা দেন। সুন্দরবনে র‌্যাবের সেই রোমাঞ্চকর অভিযান মানুষের সামনে তুলে ধরার জন্য নির্মিত হয়েছে ‘অপারেশন সুন্দরবন’ নামের এ সিনেমাটি।

এতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, সিয়াম, তাসকিন রহমান, জিয়াউল রোশান, ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। এটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘সিনেমাটি দেখার প্রথম কারণ হচ্ছে সুন্দরবন। ওখানে গিয়ে কাজ করার পর আমার কাছে মনে হয়েছে সবকিছু ছাপিয়ে এ সিনেমার সাবজেক্ট আসলে সুন্দরবন। সুন্দরবনকে আমরা অতটা এক্সপ্লোর করতে পারিনি, যতটা দরকার ছিল।

বন বিভাগের অনুমতি নিয়ে, নিয়ম-কানুন মেনে আমরা এমন সব জায়গায় শুট করেছি, যেখানে জলদস্যুরা ঘাঁটি গেড়েছিল। গল্পের প্রয়োজনে আমাদের এমন এমন স্থানে যেতে হয়েছিল, যেখানে টুরিস্ট হিসাবে কেউ কখনো যায়নি। শুধু র‌্যাবের অভিযান নয়, প্রান্তিক মানুষের জীবন, প্রকৃতি, যন্ত্রণা সবকিছু মিলিয়ে ছবিটি আপনাদের কাছে সুন্দরবনকে অন্যভাবে চেনাবে।’এতে অভিনয় প্রসঙ্গে চিত্রনায়ক রিয়াজ বলেন, ‘এ সিনেমায় র‌্যাব অফিসার চরিত্রে অভিনয় করেছি। শুটিংয়ে অভিজ্ঞতা ছিল বেশ রোমাঞ্চকর। আশা করি দর্শকের ভালো লাগবে। সিনেমাটির অর্থায়ন করেছে র‌্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com