04/20/2025 হাফেজ তাকরিমকে নিয়ে যা বললেন শাওন
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর ২০২২ ০০:২৯
বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন ছোট্র ছেলে হাফেজ সালেহ আহমদ তাকরিম। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন ১৩ বছর বয়সি তাকরিম।
তাকরিমের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন অনেকেই। এবার তাকরিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানিয়েছেন এই অভিনেত্রী।
শাওন তার ফেসবুকে তাকরিমের একটি ছবি দিয়ে লেখেন- বাংলাদেশি কুরআনে হাফেজ সালেহ আহমদ তাকরিমের বিশ্বজয়। তাকরিম ২০২২ সালে পবিত্র মক্কায় অনুষ্ঠিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১১১টি দেশের অংশগ্রহণকারীদের মধ্যে ৩য় স্থান অর্জন করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনে। ছোট্ট তাকরিমের জন্য অভিনন্দন-ভালোবাসা।