744

04/20/2025 অবশেষে আমরা এটা পেয়েছি: পূজা চেরি

অবশেষে আমরা এটা পেয়েছি: পূজা চেরি

বিনোদন ডেস্ক

৩ অক্টোবর ২০২২ ১৩:০৩

দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার চেষ্টা করছিলেন হালের আলোচিক চিত্রনায়িকা পূজা চেরী।  অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন ধরা দিল তার।

তাই খুশিতে ফেসবুকে লিখলেন, ‘অবশেষে আমরা এটা পেয়েছি।’

যুক্তরাষ্ট্রের ভিসা পেয়েই রোববার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভক্তদের জানান পূজা।

একটি ছবি পোস্ট করেন ‘গলুই’ খ্যাত তারকা।  ছবিতে দেখা যায়, পূজা চেরি এবং তার মা ঝরনা রায় যুক্তরাষ্ট্রের ভিসাযুক্ত পাসপোর্ট দেখাচ্ছেন। পাসপোর্টের ক্লোজ ছবিও শেয়ার করেন তিনি।

 

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com