752

04/20/2025 ‘ইন্টারে’ ফেল বার্সার

‘ইন্টারে’ ফেল বার্সার

ক্রীড়া প্রতিবেদক

৫ অক্টোবর ২০২২ ১৫:৫০

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে লা লিগার জায়ান্ট বার্সেলোনার মুখোমুখি হয় ইন্টার মিলান। ঘরের মাঠে খেলায় পিছিয়ে থাকলেও শেষ হাসি হাসে ইতালিয়ান ক্লাবটি।

 

 

 

বুধবার রাতে সান সিরোতে কাতালান ক্লাবটিকে ১-০ গোল ব্যবধানে হারায় ইন্টার। খেলার একমাত্র গোল আসে প্রথমার্ধের ইনজুরি টাইমে। ইন্টারের পক্ষে জয়সূচক গোলটি করেন তার্কিশ অ্যাটাকিং মিডফিল্ডার হাকান কাহানগ্লু।

 

 

 

যদিও ইন্টারের মাঠে স্বাগতিকরাই খেলায় পিছিয়ে ছিল। বল দখল থেকে আক্রমণ সব দিক দিয়েই এগিয়ে ছিল রবার্ট লেভানদোভস্কিরা। ম্যাচে ৭২ শতাংশ বল দখলে রেখে ৭টি আক্রমণ করে বার্সা। যার মধ্যে মাত্র ২টি শট রাখতে পারে গোলমুখে। কাতালান ক্লাবটি গোলমুখে রাখা ২ শটে সাফল্য না পেলেও ইন্টার সেই ভুল করেনি। ম্যাচে কম আক্রমণ করেও ২ শট থেকে আদায় করে নেয় কাঙখিত গোল। যাতে মেলে পূর্ণ ৩ পয়েন্ট। এই জয়ে 'সি' গ্রুপের দুইয়ে উঠে এসেছে ইন্টার। আর তিনে নেমে গেল বার্সা। এদিকে ৩ ম্যাচে ৩ জয় পাওয়া বায়ার্ন মিউনিখ গ্রুপের শীর্ষেই জায়গা ধরে রেখেছে।

  •  
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com