757

04/18/2025 আ.লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে : ফখরুল

আ.লীগ পরিকল্পিতভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

৫ অক্টোবর ২০২২ ১৬:০৮

বর্তমান সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ প্রথম থেকে গণতন্ত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। ১৯৭১ সাল থেকেই করে আসছে।

 

 

 

মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়ের বাসায় দুর্গাপূজার শুভেচ্ছা জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।

 

 

 

মির্জা ফখরুল বলেন, একটা দানব সরকার জনগণের ওপর নির্যাতন করছে। ১৯৭১ সালে দেশ স্বাধীন করা হয়েছে শান্তিতে বসবাসের জন্য, কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরেও আজ শান্তি নেই।

 

 

 

এই দিনে আগামীতে অতি দ্রুত সাম্য কায়েম করার শপথ নিতে হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com