774

04/19/2025 বিস্ফোরক অভিযোগ করলেন ইমরান খান

বিস্ফোরক অভিযোগ করলেন ইমরান খান

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর ২০২২ ১৫:৫১

পিটিআই চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শুক্রবার দাবি করেছেন, চারজন ব্যক্তি তাকে হত্যা করার পরিকল্পনা করছে। 

তিনি হুমকি দিয়েছেন, যদি এমন কিছু হয় তাহলে সেসব ব্যাক্তিদের নাম প্রকাশ করে দেবেন তিনি। এগুলো টেপ রেকর্ডারে রেকর্ড করে রাখা হয়েছে। 

মিনওয়ালিতে একটি জনসভায় ইমরান খান বলেন, টেপ, যেটিতে চারজনের নাম আছে, প্রকাশিত হয়ে যাবে যদি আমার কিছু হয়। 

ইমরান খান অবশ্য এরআগেও দাবি করেছিলেন তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। 

হুমকির কথা জেনে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইমরান খানের নিরাপত্তা বাড়িয়ে দেন। তাকে নিরাপত্তার জন্য আরও ১০০ জন পুলিশ সদস্যকে নিয়োজিত করেন।  

ইমরান খান শুক্রবারের জনসভায় আরও দাবি করেছেন, হত্যা পরিকল্পনাকারীরা পরিকল্পনা করেছে তাকে হত্যার পর তারা প্রচার করবে ‘ইমরান খানকে জঙ্গিরা হত্যা করেছে।’ তবে তারা ব্যর্থ হবে।  

ইমরান খান আরও দাবি করেছেন, তার লং মার্চ পণ্ড করে দিতে কাজ করছে সরকার। কিন্তু এসবে কাজ হবে না। তিনি লং মার্চ করবেনই এবং এই সরকারকে হটিয়ে দেবেন। 

সূত্র: জিও নিউজ

 

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com