785

04/19/2025 ‘সীমান্তে প্রাণহানি ভারতের জন্য লজ্জার’

‘সীমান্তে প্রাণহানি ভারতের জন্য লজ্জার’

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২২ ১৫:৫৭

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত হওয়ার পরও সীমান্তে মানুষ হত্যার ঘটনা দিল্লির জন্য লজ্জাজনক। আর ঢাকার জন্য খুবই দুঃখজনক।

 

 

 

সোমবার (১০ অক্টোবর) সীমান্তে দুই বাংলাদেশি নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।

 

 

 

এ কে আব্দুল মোমেন বলেন, কয়দিন পরপর ভারত-বাংলাদেশ সীমান্তে মানুষ মারা যায়, এটা খুবই দুঃখজনক। একটা লাশও আমরা বর্ডারে দেখতে চাই না।

 

 

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি সীমান্তে হত্যা আমাদের জন্য দুঃখজনক আর ভারতের জন্য লজ্জাজনক। ভারত তাদের ফোর্সকে যদি নিয়ন্ত্রণে না রাখতে পারে তবে শক্তিশালী দেশটির জন্য এটি সত্যিই লজ্জাজনক।

 

 

 

গত শনিবার রাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন, মুনতাজ হোসেন এবং মো. আবু হাসান।

  •  
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com