04/19/2025 ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের সম্পর্ক থাকা উচিত নয় : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
১১ অক্টোবর ২০২২ ১৬:০০
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কুকুর কামড় দিলে সম্ভ্রম যায় না, কিন্তু ধর্ষিত হলে সম্ভ্রম যায়। নিশ্চয়ই সম্ভ্রম নারীর কোনো বিশেষ অঙ্গে থাকে না। অতএব, ধর্ষণের সঙ্গে সম্ভ্রমের কোনো সম্পর্ক থাকা উচিত নয়।
সোমবার (১০ অক্টোবর) রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে কন্যা শিশু দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় ধর্ষণের শিকার হয়েছিলেন, আমি কখনই মনে করি না, তাদের সম্ভ্রমহানি হয়েছিল। একদল পশু তাদের নির্যাতন করেছিল। তাদের যদি কুকুরে কামড় দিত তাহলে নিশ্চয়ই আমরা বলতাম না সম্ভ্রমহানি হয়েছিল। এখনও প্রতিদিন যেসব ঘটনা ঘটছে, তা ঘটতেই থাকবে যতক্ষণ আমরা মনে করব, ধর্ষিত হলে তার সম্ভ্রম চলে যায়। সমাজও তাই মনে করছে, মেয়েটিও তাই মনে করছে। এই জায়গা থেকে আমাদের বের হতে হবে। নারীর অধিকার, মানুষের অধিকার, প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, নতুন শিক্ষাক্রম যদি পুরোপুরি ও সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে আগামী পাঁচ বছর পর থেকে পরিবর্তন দেখতে শুরু করব। ১০ বছর পর বড় পরিবর্তন দেখতে পাব। শিক্ষাক্রমের মাধ্যমে পরিবর্তন রাতারাতি হয় না, সময় লাগে। কিন্তু যদি খুব ভালোভাবে করতে পারি তাহলে আগামী বছর থেকে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমে শিখতে শুরু করবে।