787

04/18/2025 বিজয়ের সঙ্গে একান্তে রাশমিকার মালদ্বীপ ভ্রমণ

বিজয়ের সঙ্গে একান্তে রাশমিকার মালদ্বীপ ভ্রমণ

সিটি পোষ্ট

১১ অক্টোবর ২০২২ ১৬:০৩

অবসর যাপনের জন্য মালদ্বীপে পাড়ি জমালেন ভারতীয় দক্ষিণী সিনেমার আলোচিত প্রেমিক জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। শুক্রবার (০৭ অক্টোবর) সকালে বিমানবন্দরে দেখা যায় এই জুটিকে।

 

 

 

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এদিন সকালে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা। রাশমিকা বিমানবন্দরে পৌঁছানোর কয়েক মিনিট পরে হাজির হন বিজয়।

 

 

 

এসময় আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হন এই কথিত প্রেমিক যুগল। জোর গুঞ্জন উড়ছে, রোমান্টিক সময় পার করতেই মালদ্বীপে গিয়েছেন বিজয়-রাশমিকা।

 

 

 

ইতোমধ্যেই জুটি বেঁধে রাশমিকা মান্দানা ও বিজয় দেবরকোন্ডা ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’ শিরোনামে দুটি সিনেমায় অভিনয় করেছেন। পর্দায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।

 

 

 

প্রসঙ্গত, সিনেমায় কাজ করতে গিয়েই তাদের মাঝে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর বিজয় দেবরকোন্ডার সঙ্গে রাশমিকার প্রেমের গুঞ্জন অনেকবার চাউর হয়েছে। বিয়ে করতে যাচ্ছেন বলেও শোনা যায়। তবে বরাবরই এই গুঞ্জনকে ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন তারা।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com