04/20/2025 কাদেরকে ‘বেইমান’ বললেন শিল্পী মমতাজ?
নিজস্ব প্রতিবেদক
২০ অক্টোবর ২০২২ ১৫:৩৭
সম্প্রতি ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন পপ সম্রাজ্ঞী মমতাজ বেগম।
এরপর গত সোমবার মানিকগঞ্জ-২ আসনের এ সংসদ সদস্য ফেসবুকে লেখেন, ‘সাপ পালছিলাম দুধ দিয়া।’
তার সেই পোস্টের তলায় অনেকে প্রশ্ন করেছেন, ‘কে সেই সাপ?’
কেউ কেউ বিশ্বাসঘাতক থেকে কৌশলি হতে এবং সতর্ক থাকতে পরামর্শ দেন তাকে। অনেকে আবার পোস্টটি নিয়ে মজা করেন। কেউ প্রশ্ন রাখেন - দুধের সঙ্গে কলা দিয়েছিলেন কিনা?
কণ্ঠশিল্পী আঁখি আলমগীর লেখেন, ‘দিন শেষে যে পালে তার দোষ।’
সেই পোস্ট নিয়ে আলোচনার রেশ কাটার আগেই আরেকটি ‘রহস্যময়’ স্ট্যাটাস দিয়েছেন এমপি মমতাজ।
এবার তিনি লিখলেন, ‘আলহামদুলিল্লাহ, বেইমানদের মুখে ঝাড়ুর বাড়ি।’
কাদেরকে ‘বেইমান’ বললেন, মমতাজ তা রহস্য রেখে দিয়েছেন। তবে সেই রহস্য ভেদ হোক বা না হোক, মমতাজের শুভাকাঙ্ক্ষিরাও মন্তব্যে ‘আলহামদুলিল্লাহ’ লিখছেন।
অনেকের মতে কণ্ঠশিল্পী মমতাজ বেগম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব। প্রায়ই ফেসবুকে ব্যক্তিগত অভিজ্ঞতা, অনুভূতি এসব নিয়ে নানা রকম পোস্ট করেন তিনি।