812

04/20/2025 বিপিএলে সিলেটের আইকন মাশরাফি

বিপিএলে সিলেটের আইকন মাশরাফি

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর ২০২২ ১৫:৫৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে। তার আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সবার আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল সিলেট। 

বিপিএলের আগামী তিন আসরে সিলেট স্ট্রাইকার্স নামে খেলবে। দলটির আইকন ক্রিকেটার হিসেবে থাকছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।  

 

বিদেশি কোটায় পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির এবং শ্রীলংকার অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা ও কামিন্দু মেন্ডিসকে দলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স।

সিলেটের সহকারি কোচ রাজিন সালেহ, পেস বোলিং কোচ সৈয়দ রাসেল, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ ও স্পিন বোলিং কোচ মুরাদ খান। দলটির ম্যানেজার হিসেবে থাকছেন সাবেক ওপেনার নাফিস ইকবাল।

 

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com