844

04/18/2025 জামিন মেলেনি ফখরুল-আব্বাসসহ ২২৪ জন নেতাকর্মীর

জামিন মেলেনি ফখরুল-আব্বাসসহ ২২৪ জন নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর ২০২২ ১১:৪৪

জামিন মেলেনি কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর। আজ বেলা সাড়ে ৩টার পর তাদের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, 'সিনিয়র-জুনিয়র মিলিয়ে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বিএনপির সিনিয়র নেতারাসহ মোট ২২৪ জন নেতাকর্মীর জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত সবার জামিন নামঞ্জুর করেন।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

এর আগে গতকাল রবিবার মির্জা ফখরুলসহ বাকি নেতাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য আজ সময় নির্ধারণ করেন।

 

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com