85

04/18/2025 শচীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

শচীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

সিটি পোষ্ট

৫ অক্টোবর ২০২১ ০৬:৫৩

‘প্যান্ডোরা পেপার্স’ কাণ্ডে ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারসহ যাদের নাম সামনে এসেছে তাদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। 

কেন্দ্রের প্রত্যক্ষ কর দফতরের (সিবিডিটি) মুখপাত্র বলেন, বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে শচীন টেন্ডুলকারসহ বেশ কয়েকজন ভারতীয়র বিরুদ্ধে। এসব অভিযোগের তদন্ত করা হবে। ওই তদন্ত কমিটিতে থাকবেন প্রত্যক্ষ কর দফতরের চেয়ারম্যান, সহ-দফতরের কয়েকজন প্রতিনিধি, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এবং অর্থবিষয়ক গোয়েন্দা সংস্থার প্রতিনিধি।

বিদেশে অ্যাকাউন্ট খুলে কর ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে এমন তারকা এবং রাজনীতিবিদদের একটি তালিকা গত রোববার প্রকাশ করে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা-আইসিআইজে। কর দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে উঠেছে, তাদের মধ্যে রয়েছেন জর্ডনের রাজা, চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী, পাকিস্তানের ইমরান খান সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। ভারতীয়দের মধ্যে শচীনের নাম প্রকাশ্যে এলেও দেশের বাকি ছয় রাজনীতিবিদের নাম জানা যায়নি এখনও।

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com