04/19/2025 জামায়াত আমিরকে আটক করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২২ ১৬:৪৫
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার চারটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পুলিশ তাকে আটক করে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ কথা বলতে রাজি হননি।
শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির হিসেবে শপথ নেন বছরতিনেক আগে। রাজধানীর একটি মিলনায়তনে দলের প্রধান নির্বাচন কমিশনার এ টি এম মা’ছুম তাঁকে শপথবাক্য পাঠ করান।