04/20/2025 অস্কার পুরস্কার কেন দেওয়া হয়, কিভাবে দেওয়া হয়?
বিনোদন ডেস্ক
১৩ মার্চ ২০২৩ ১১:০৮
অস্কার পুরস্কারের যাত্রা শুরু হয় ১৯২৯ সালের ১৬ মে
বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং আলোচিত পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। কিন্তু আজকে যে অস্কার নিয়ে এতো মাতামাতি এই অস্কার পুরস্কার কিন্তু শুরুতে এতোটা আলোচিত ছিল না। কিন্তু আজকে যে অস্কার নিয়ে এতো মাতামাতি এই অস্কার পুরস্কার কিন্তু শুরুতে এতোটা আলোচিত ছিল না। বেশ ছোট পরিসরেই ১৯২৯ সালের ১৬ মে এক রকম ঘরোয়া পরিসরে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের। ধীরে ধীরে ঘরোয় আবহ থেকে বের হয়ে এসে এই পুরস্কার এখন বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে।
প্রতিবছরই এখন অস্কার পুরস্কারের আয়োজন করা হয়। বিশ্বেচর অগণিত মানুষ কৌতুহলি হয়ে উঠে এই পুরস্কার নিয়ে। আয়োজনে কোন কোন সিনেমা নমিনেশন পেল, কোনটি জিতে নিল সেরা চলচ্চিত্র পুরস্কার, কে হলেন সেরা অভিনেতা বা অভিনেত্রী-এ সব নিয়ে চলে বিস্তর আলোচনা-সমালোচনা।
অন্যান্য বারের তুলনায় ১৩ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় যুক্তরাষ্ট্রে বসেছে ৯৫ তম একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। চলচ্চিত্রের অন্যতম সম্মানজনক এই আয়োজন নিয়ে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক
অস্কারের মোট ক্যাটাগরি:
শুরুতে স্বল্প পরিসরে হলেও বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়। ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে-সেরা সিনেমা, সেরা মৌলিক চিত্রনাট্য, সেরা রূপান্তরিত চিত্রনাট্য, সেরা মৌলিক কাহিনী, সেরা রূপান্তরিত সিনেমা, সেরা পরিচালক, সেরা অ্যানিমেশন সিনেমা, সেরা অ্যানিমেশন স্বল্পদৈর্ঘ্য সিনেমা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেতা, কেন্দ্রীয় চরিত্রে সেরা অভিনেত্রী, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী, সেরা শিল্প নির্দেশনা, সেরা চিত্রগ্রহন, সেরা ভিজ্যুয়াল এফেক্ট, সেরা মৌলিক গান, সেরা সুর, সেরা পোশাক পরিকল্পনা, সেরা মেকআপ, সেরা শব্দ সম্পাদনা, সেরা শব্দ সংমিশ্রণ, সেরা ডকুমেন্টারি, সেরা স্বল্পদৈর্ঘ্য ডকুমেন্টারি, এবং সেরা বিদেশি ভাষার সিনেমা।
অস্কার পদকের নকশা যিনি তৈরি করেন:
অস্কারের পুরস্কারের জন্য জমা পরে শত শত সিনেমা। সেই সব সিনেমা থেকে অভিনেতা-অভিনেত্রী ও কলা-কূশলীর মধ্য থেকে যোগ্যদের নমিনেশন ও পুরস্কারের জন্য মনোয়ন দেন যুক্তরাষ্ট্রের একাডেমি অব মোশন পিকচার্স, আর্টস অ্যান্ড সাইন্স নামক অলাভজনক প্রতিষ্ঠানের প্রায় ৬ হাজারের অধিক সদস্য। পুরস্কারটির প্রকৃত নাম ‘একাডেমি অ্যাওয়ার্ড অব মেরিট’, আর পুরস্কারের সঙ্গে দেওয়া পদকটির নাম অস্কার। অস্কার পুরস্কার নামে বহুল প্রচলিত এ পদকটির নকশা তৈরি করেন বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান এমজিএম-এর শিল্প নির্দেশক সেডরিক গিবসন।
অস্কার পদক
অস্কার কমিটির সদস্য কারা?
সদস্য হতে হলে সিনেমা শিল্পে উৎকর্ষ অর্জনের পাশাপাশি পূরণ করতে হবে বেশ কিছু শর্ত। একাডেমির সদস্য হতে হলে প্রযোজক, চিত্রনাট্যকার ও পরিচালকদের কমপক্ষে দুটি সিনেমায় কাজ করতে হবে। অপরদিকে অভিনেতা-অভিনেত্রীদের কাজ করতে হবে কমপক্ষে তিনটি সিনেমায়। আর সিনেমার কারিগরি বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের একটি নিদির্ষ্ট সংখ্যক বছর ধরে সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে। তবে এসব যোগ্যতার কোনটিতে ঘাটতি থাকলে একাডেমির দুই জন সদস্যদের সুপারিশ নিয়ে আবেদন করা যাবে, কিন্তু এরপরও পদ প্রাপ্তির বিষয় সম্পূর্ণই একাডেমি কমিটি এবং এর বোর্ড অব গভর্নরসদের হাতে। তবে পূর্ববর্তী বছরের অস্কার বিজয়ী ও নমিনেশন প্রাপ্তদের কোনো পূর্বশর্ত ছাড়াই সদস্যপদের জন্য বিবেচনা করা হয়।
সকল সদস্য সেরা সিনেমার নমিনেশনের ভোট দিতে পারবেন। এছাড়া শুধুমাত্র নিজ নিজ ক্যাটাগরিতে ভোট দেওয়ার সুযোগ থাকে সদস্যদের। যেমন, ব্রাড পিট শুধু অভিনেতা ক্যাটাগরিতেই ভোট দিতে পারবেন, প্রযোজক কিংবা অন্য কোনো ক্যাটাগরিতে ভোট দিতে পারবেন না।
যেভাবে অস্কারে নমিনেশন দেওয়া হয়?
অস্কারে নমিনেশন প্রক্রিয়াটি ১৯৩৫ সাল থেকে করে আসছে লন্ডন ভিত্তিক বহুজাতিক অর্থ বিষয়ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান প্রাইস ওয়াটার কুপারস (পিডব্লিউসি)। প্রতিবছর অস্কার নমিনেশনের তালিকা তৈরি করতে প্রতিষ্ঠানটির প্রায় ১৭ হাজার কর্ম ঘণ্টা ব্যয় হয়। ভোটের আয়োজন, ভোট গণনা ও ফলাফল তৈরিসহ সব ধাপ শেষ করে তারা শুধু নমিনেশনের তালিকাটি একাডেমিকে পাঠায়।
তবে নমিনেশনের ক্ষেত্রে একাডেমি’র সুনির্দিষ্ট নিয়ম-নীতির আলোকেই প্রতিষ্ঠানটি কাজ করে। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো বিদ্যমান নীতিমালার আলোকে নমিনেশনের জন্য তাদের সিনেমাগুলো নমিনেশনের জন্য জমার দেওয়ার পর শুরু হয় ভোট গ্রহণের কাজ। সদস্যদেরকে তালিকাভুক্ত সিনেমারগুলোর মধ্য থেকে যে কোনো পাঁচটিকে তাদের পছন্দমত ক্রমে নমিনেশন দেওয়ার জন্য বলা হয়। ফলাফল তৈরির প্রক্রিয়ায় পিডব্লিউসি প্রথমে বাচাই করে ক্যাটাগরি অনুসারে কোন কোন সিনেমাগুলো ১০০ বা এর বেশি ভোট পেয়েছে। এরপর ১০০ এর বেশি ভোট পাওয়া সিনেমারগুলোর প্রাপ্ত সংখ্যাকে নমিনেশন সংখ্যার সঙ্গে এক যোগ করে ভাগ দিয়ে দেওয়া হয়। ধরা যাক, কোনো একজন অভিনেত্রী কেন্দ্রীয় চরিত্র ক্যাটাগরিতে মোট ৭৫০ ভোট পেলেন, এ সংখ্যাটিকে নমিনেশন সংখ্যা পাঁচ-এর সঙ্গে এক যোগ অর্থাৎ ছয় দিয়ে ভাগ করে তৈরি করা হয় ওই অভিনেত্রীর অর্জিত পয়েন্ট।