939

04/18/2025 এবারও হবে না অংশগ্রহণমূলক ভোট: টিআইবি

এবারও হবে না অংশগ্রহণমূলক ভোট: টিআইবি

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর ২০২৩ ০৩:৪৪

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক ও জনসাধারণের কাছে বিশ্বাসযোগ্য হবে– এমন প্রত্যাশা ছিল। তবে তপশিল ঘোষণার আগে এবং পরবর্তী পরিস্থিতি বিবেচনায় অংশগ্রহণমূলক নির্বাচন বলতে যা বোঝায়, তা এবারও হবে না; যা চরম হতাশাজনক।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানায়, সংস্থাটির সঙ্গে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন শ্রেণি-পেশার ৪৫ সদস্যের বার্ষিক সভা হয়। পরে এক ঘোষণাপত্রে দেশের জাতীয় সংসদ নির্বাচনসহ অন্যান্য প্রসঙ্গে বলা হয়।

জবাবদিহিমূলক, গণতান্ত্রিক, সুশাসিত ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জাতীয় সংসদের প্রত্যাশিত কেন্দ্রীয় ভূমিকা পালনের সম্ভাবনা ক্রমাগত দূরীভূত হতে যাচ্ছে বলে টিআইবি সদস্যরা উদ্বেগ প্রকাশ করেন। 

জনগণের ভোটের অবাধ অধিকার প্রতিষ্ঠা এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার অপরিহার্য হয়ে পড়েছে বলে মত দেন টিআইবির সদস্যরা। বিশেষ করে, নির্বাচনকালীন সরকার, প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থার নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করতে জাতীয় ঐকমত্যভিত্তিক আইনি এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের আহ্বান জানান তারা।

দুর্নীতির প্রাতিষ্ঠানিক রূপ লাভ, দুদকের ক্ষমতা হ্রাস, হয়রানি, হামলা ও মামলার মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধসহ স্বাধীন মত ও চিন্তা প্রকাশের চর্চাকে বাধাগ্রস্ত করার প্রচেষ্টা নিয়ে সভায় ক্ষোভ করা হয়। 

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংস্থার সাধারণ পর্ষদে সদস্যদের নির্বাচিত প্রতিনিধি প্রকৌশলী অধ্যাপক এ কে এম ফজলুল হক। 

 

 

 

 

সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com