94

04/18/2025 ময়লা ফেলার গাড়িতে বিয়ের মঞ্চে নবদম্পতি

ময়লা ফেলার গাড়িতে বিয়ের মঞ্চে নবদম্পতি

সিটি পোষ্ট

৫ অক্টোবর ২০২১ ১৬:৪১

বিয়ে নিয়ে একেক জনের একেক স্বপ্ন থাকে। যে যার যার সাধ্য মতো বিয়ের আয়োজন করে থাকেন। তবে ধুমধাম বিয়ের রীতি সর্বত্রই। যার যেমন ক্ষমতা, তার থেকে কিছুটা বেশিই যেন থাকে বিয়ের আয়োজনে।

পাকিস্তানের হুঞ্জায় দেখা গেছে এক ভিন্ন ধরনের বিয়ের আয়োজন। জেসিবি গাড়িতে করে বিয়ের মঞ্চে পৌঁছালেন পাত্র-পাত্রী। এ ধরনের গাড়ি সাধারণত শিল্পাঞ্চলে ব্যবহার করতে দেখা যায়। খুব সাধারণভাবে ময়লার গাড়ি হিসেবেও নজরে আসে এই জেসিবি গাড়ি। নবদম্পতিকে এমন গাড়িতে দেখে অবাক সবাই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এর একটি ভিডিও ভাইরাল হয়েছে।

৪০ সেকেন্ডের ওই ভিডিও-তে দেখা যায়, বিয়ের জমকালো পোশাকে পাত্র-পাত্রী। জেসিবি-র সামনের দিকের কোদালের মতো জায়গাটায় তারা দাঁড়িয়ে আছেন। সেখানে তাদের জন্য রাখা হয়েছে সোফা! সাজানো হয়েছে ফুল দিয়ে। সেখানে তারা দাঁড়িয়ে আছেন। হাত তুলে নাচছেনও। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা সবাই হাততালি দিচ্ছেন, সঙ্গে ফাটছে বাজি।

ভাইরাল ভিডিওটি প্রায় আড়াই হাজার মানুষ ইতিমধ্যেই দেখেছে। লাইকের সঙ্গে আসছে মজার কমেন্টও।

 
সম্পাদক: আব্দুল্লাহ আল মামুন
যোগাযোগ: বাড়ি # ৫৩, রোড # ৩, জার্নালিস্ট আর/এ, কালশি মিরপুর-১২, ঢাকা - ১২১৬
মোবাইল: +৮৮ ০১৬৭৩ ৩৮৮ ৭১৫
ইমেইল: all.mamun100@gmail.com